প্রতিবেদক, আমঝুপি:
সড়ক দুর্ঘটনায় আহত মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সোহেল রানা নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোহেল রানা মেহেরপুর সদর উপজেলার আশরাফুর গ্রামের রাজা মিয়ার ছেলে। সে পিরোজপুর গ্রামে তার নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। জানা গেছে, গত শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রাম থেকে ব্যাডমিন্টন খেলে পিরোজপুর নানা বাড়ি ফেরার পথে পথের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত হয়। আহত অবস্থায় তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজশাহীতে লাশের ময়নাতদন্ত শেষে সোহেল রানার মরদেহ নানার গ্রাম পিরোজপুরে পৌঁছায়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।