মেহেরপুর অফিস:
মেহেরপুরে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে এ মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়েরর সামনে ওই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের হায়াত আলীর ছেলে রিপন (২৮), নুরুল ইসলামের ছেলে ডালিম (২১) ও সিয়ামউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩৬)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত রিপন ও ডালিম মেহেরপুর থেকে মুজিবনগর এর দিকে যাচ্ছিল এবং নসিমন চালক মনিরুল ইসলাম মুজিবনগরের দিক থেকে মেহেরপুরের দিকে আসছিল এ সময় সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় ৩ জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের ৩ জনকেই রাজশাহীতে রেফার্ড করেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।