প্রতিবেদক, মেহেরপুর :
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিনামূল্যে করোনা রোগী বহনে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতিন, মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সনোয়ার হোসেন, মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইবনে মামুন, শহিদুল ইসলাম প্রমুখ। স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল বলেন, ‘করোনাকালীন সময়ে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে বাড়ি পৌঁছানোর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করবে।
