মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণের চলমান কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর বেলতলা পাড়া সড়কে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বেলতলাপাড়া সড়কে গাছের চারা রোপণ ও এলাকাবাসীর মধ্যে চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বাক আরিফুল এনাম বকুল উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন এবং চারা বিতরণ করেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুনসহ স্বেচ্ছাসেবক লীগের সদস্য নয়ন হাবিব, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।