মেহেরপুরে স্ত্রীর দায়ের করা মামলায় পলাতক স্বামীর আত্মসমর্পন
- আপলোড টাইম : ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
- / ৩৯১ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুরে স্ত্রীর দায়ের করা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গাংনী উপজেলার খাসমহল গ্রামের দেলোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন। মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শাহীন রেজা গতকাল মঙ্গলবার দেলোয়ারকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। দেলোয়ার হোসেন খাসমহল গ্রামের আলী হোসেনের ছেলে। ২০১৪ সালের ২৪ মার্চ দেলোয়ার হোসেনের স্ত্রী নাজমিন নাহার তার স্বামী দেলোয়ার হোসনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় একটি মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৮ নভেম্বর তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুদ দেলোয়ার হোসেনকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। ওই সময় থেকে দেলোয়ার পলাতক ছিলো। গতকাল মঙ্গলবার দেলোয়ার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক শাহীন রেজা তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।