মেহেরপুর অফিস:
বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সেনাবাহিনী বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন নাসির উদ্দিন উপস্থিত থেকে কর্মহীন হয়ে পড়া অসহায দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, পৌর কাউন্সিলর জাফর ইকবালসহ সেনাবাহিনীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।