মেহেরপুরে সাদিক ই-বাইক গ্যালারির উদ্বোধন
- আপলোড টাইম : ০৯:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / ৭৩ বার পড়া হয়েছে
মেহেরপুরে বিভিন্ন রকমের ¯ু‹টি, মোটরসাইকেল, সাইকেল ও ছোটদের প্রাইভেট কারের দোকান সাদিক ই-বাইক গ্যালারির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পাঁচটার দিকে মেহেরপুর শহরের প্রধান সড়ক কাশারী বাজার এলাকায় মনা জুয়েলার্সের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ফিতা কেটে সাদিক ই-বাইক গ্যালারির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান মনা। এসময় ফিতা কেটে সাদিক ই-বাইক গ্যালারির উদ্বোধন করেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান। এসময় হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, সিনিয়র সহসভাপতি ও জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিন, নির্বাহী সদস্য রাশেদ খান, আসাদুল ইসলাম খোকন, সাইদুল ইসলাম শাকিব, সাদিক ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে সাদিক ই-বাইক গ্যালারির সাফল্য কামনা করে দোয়া করা হয়।