
মেহেরপুর অফিস: মাদকের ছোবল থেকে জনগণকে রক্ষা করতে মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এবার নিয়ে আসছেন থ্রী সিগনাল। প্রথমত সবুজ কার্ডের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের সতর্কবার্তা, দ্বিতীয়ত হলুদ কার্ডের মাধ্যমে হুশিয়ারি ও তৃতীয়ত লাল কার্ডের মাধ্যমে সমাজ থেকে বিতাড়িত করা হবে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথাগুলো বলেছেন নবাগত পুলিশ সুপার আনিছুর রহমান। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি শিল্প। যে কোন সংবাদ ছোট হোক আর বড় হোক সেটা যতো আকর্ষনীয় ও শৈল্পিক হবে পাঠকের কাছে ততো গ্রহনযোগ্য হবে। এ শিল্পের প্রয়োগ ঘটিয়ে সংবাদ পরিবেশন করেন সাংবাদিকরা। তবে সে সংবাদটি হতে হবে বস্তুনিষ্ঠ। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সহকারি পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, কামরুজ্জামান খাঁন, সাংবাদিক রফিক-উল আলম, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খাঁন আলো, মেহেরপুর নিউজ ২৪ ডটকমের সম্পাদক মাজেদুল হক মানিক, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, মোহনা টিভির প্রতিনিধি আবু আক্তার । সভায় জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকার উপস্থি ছিলেন।