মেহেরপুর অফিস:
রাতের নীরবতায় ঘরে বসে না থেকে করোনাভাইরাস সর্ম্পকে সতর্কবার্তা প্রচার করতে মেহেরপুর পৌরসভার মেয়র নিজেই মাইকিং করতে নেমে পড়লেন। তখন ঘড়ির কাঁটায় রাত ১০টা ছুঁয়েছে মাত্র। মেহেরপুর শহরজুড়ে শুনশান নীরবতা। চারপাশে নেই কোনো মানুষের চলাচল। করোনাভাইরাসের কারণে সন্ধ্যা ৬টার পর সাধারণ মানুষের চলাচল বন্ধ ঘোষণা করেছে মেহেরপুর জেলা প্রশাসন। এদিকে, রাতে বাড়িতে না বসে থেকে নিজের গাড়ি নিয়ে মাইক হাতে করোনাভাইরাস সর্ম্পকে সতর্কতা ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য প্রচার করা শুরু করেছেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। গত রোববার (১২ এপ্রিল) রাতে নিজে মাইকিং করেন শহরের ৯টি ওয়ার্ডে। বিভিন্ন নির্দেশনাসহ সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। এ সময় পৌর মেয়রের সঙ্গে ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। এছাড়া পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে শহরে জীবাণুনাশক স্প্রে করা, হ্যান্ড স্যানেটাইজার বিতরণ, শহরের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়া ব্যাসিন স্থাপনসহ কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।