মেহেরপুর অফিস:
মেহেরপুরে মৎস্য ব্যবসায়ীদের ধর্মঘটের প্রতিবাদ জানিয়েছেন মাছের আড়ৎদাররা। বুধবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে মেহেরপুরে মাছের আড়ৎদারদের প্রতিবাদ সভার আয়োাজন করা হয়। মৎস্য আড়ৎ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভক্ত হালদার, অনন্ত হালদার, পটল, হিরো, আমজাদ হোসেন, মহিদ, রুহুল আমিন প্রমুখ। প্রতিবাদ সভায় তাঁরা বলেন, ‘সারা দেশে কমিশনের নিয়ম রয়েছে। যেখানে আমরা কমিশন শুরু করেছি। বিষয়টি তাদের আগে থেকে জানানো হয়েছিল।’

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।