প্রতিবেদক, মেহেরপুর:
মুজিব জন্মশতবর্ষে বিজয়র মাস উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে ‘মেয়র কাপ-২০’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সরকারি বালক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বারের সভাপতি অ্যাড. মিয়াজান আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা মাহবুব আলম ডালিম, আমানুর হাসান সোহেল, সাইফুল সাইদুর রহমান উজ্জ্বল, হামিদা খাতুন, আলপনা খাতুন, শিউলী খাতুন, আহ্বায়ক নুরুল আশরাফ রাজিব, সদস্য ও পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, শাকিল রাব্বি ইভান, সৈয়দ আবু আব্দুল্লাহ, সৈয়দ মঞ্জুরুল কবির, সোহেল রানা, মীর জাহাঙ্গীর আলম প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অসম্প্রদায়িক একাদশ ও ৭ নম্বর ওয়ার্ডের সেভেন টাইগার একাদশ। পৌরসভার ৯টি ওয়ার্ডের খেলোয়াড় নিয়ে তিনটি গ্রুপে এ খেলা অনুষ্ঠিত হবে। খেলায় কোচের দায়িত্বে ছিলেন জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন। এসময় পৌর কাউন্সিলরগণ ও শতশত দর্শক খেলাটি উপভোগ করেন।
