মেহেরপুর অফিস:
মেহেরপুর প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার দুপুরে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাফউদ্দৌলা, শফিকুর রহমান, প্রধন শিক্ষক মোখলেছুর রহমান, নাসিমা ইয়াসমিন, সহিদুল ইসলাম, সহকারী শিক্ষক কোমর উদ্দিন প্রমুখ।