মেহেরপুর অফিস:
মেহেরপুরের সাবেক জেলা তথ্য অফিসার বীর মুক্তিযোদ্ধা কানাইলাল কর (৭০) মৃত্যুবরণ করেছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর শহরের কাঁশারীপাড়ার ভাড়া বাড়িতে হৃদরোগে আক্রান্ত করে তিনি মৃত্যুবরণ করেন। এ দিন দুপুর ১২টার দিকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি মেহেরপুর জেলার সাবেক তথ্য অফিসার ছিলেন। মুক্তিযোদ্ধা কানাইলাল করের বাড়ি বাগেরহাট জেলার পাইনগাছা ইউনিয়নে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম উপস্থিত থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর গার্ড অব অনার প্রদানের কাজ সম্পন্ন করেন। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে তাঁর লাশ নিজ এলাকা বাগেরহাটের উদ্দেশ্যে প্রেরণ করা হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।