মেহেরপুরে মুক্তিযোদ্ধা এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেরপুর অফিস:
মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মেহেরপুর জুয়েলারি ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা এনামুল হকের মরদেহে গার্ড অব অনার প্রদান করেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার শুরুতে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম ও মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসনপ্রাপ্ত) আব্দুল মালেক। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি জেলা কমান্ডার আলতাফ হোসেন, সাবেক উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বেলাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে মেহেরপুর কলেজ মোড়ের পুরাতন পৌর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এনামুল হক মেহেরপুর শহরের কাঁশারীবাজারস্থ তাঁর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।