মেহেরপুরে মাদক মামলায় একজনের ৩ বছর জেল!
- আপলোড টাইম : ১০:৫০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
- / ৩৮১ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: ফেন্সিডিল রাখার অভিযোগে মিলন নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ২য় আদালতের বিচারক মো. নুরুল ইসলাম ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত মিলন মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের তানছের আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২২ ডিসেম্বর মুজিবনগর থানার পুলিশ ১৫ বোতল ফেন্সিডিলসহ মিলনকে আটক করে। এ ঘটনায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫বি (২) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৩। জিআর কেস নং-৪২৫/১৪। এসবিসি নং-২৩/১৬। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে চার্যশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন স্বাক্ষ্য প্রদান করে। এতে আসামী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামী পক্ষে এ্যাড. কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।