চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে মাদক কারবারির ৬ বছরের কারাদণ্ড

নিউজ রুমঃ
ডিসেম্বর ১, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মাদক মামলায় শামীম মল্লিক নামের এক মাদক কারবারির ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও ৬ মাসের কারাদণ্ডদেশ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শামীম মল্লিক মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিক নগর গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এএসআই আবু তাহেরর নেতৃত্বে পুলিশের একটি দল মুজিবনগর পিকনিক কর্নার এলাকা থেকে ৭২বোতল ফেনসিডিলসহ শামীম মল্লিককে গ্রেপ্তার করে। ওই ঘটনায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি (২) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা হয়। যার জি আর নম্বর: ৩২৪/১৫। স্পেশাল ট্রাইবুনাল কেস নম্বর ৩০/২০১৫। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি শামীম মল্লিক দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ডদেশ ও ২০হাজার টাকা জরিমানা, আরও ৬ মাসে কারাদণ্ডদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত ছিলেন পিপি কাজী শহিদুল হক এবং আসামী পক্ষের কৌশলী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আলিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।