চুয়াডাঙ্গা সোমবার , ৩০ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
নভেম্বর ৩০, ২০২০ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর অফিস:
মুজিববর্ষ উপলক্ষে ডেঙ্গু ও এডিশ মশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মেহেরপুরে শুরু হয়েছে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে শহরের কোর্ট এলাকা থেকে কাথুলী বাসস্ট্যান্ড পর্যন্ত মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়। মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। শহরের প্রায় দেড় কিলোমিটার মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়। এ সময় শহরের প্রধান প্রধান সড়কসহ প্রতিটি পাড়া-মহল্লায় এ ওষুধ স্প্রে করা হবে বলে জানান পৌর মেয়র। পৌর মেয়র বলেন, কোনোভাবেই যাতে এডিস মশা এ এলাকায় বংশ বিস্তার করতে না পারে, সে লক্ষে আমাদের সজাগ থাকতে হবে। এছাড়াও প্রতিটি পাড়া-মহল্লায় বাড়ির আঙিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। এসময় পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ বাপ্পি, ইভানসহ কাউন্সিলরগণ সেখানে উপস্থিত ছিলেন। পরে পৌর কর্মচারীরা ফগার মেশিন দিয়ে মশা নিধনের ঔষুধ স্প্রে করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।