মেহেরপুরে মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচের উদ্যোগে উজলপুর মাঠে মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মীরন, গোলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় এসএসসির ২০১২ দল জয়লাভ করেছে। খেলায় এসএসসির ২০১২ দল ৩-০ গোলে এসএসসির ২০১১ দলকে পরাজিত করে। বিজয়ী দলের রাহিনুল একাই ৩টি গোল করেন।