বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার মউকের উদ্যোগে নিজস্ব হলরুমে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এসএমসি ও অভিভাবকদের ভূমিকা বিষয়ে দুদিন ব্যাপী ওরিয়েন্টেশন সভা অনষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১০টার দিকে মউকের নিজস্ব হলরুমে গণস্বাক্ষরতা অভিযান এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমঝুপি কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্র“পের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। প্রধান অতিথি হিসাবে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন। স্বাগত বক্তব্য দেন মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ। রিসোর্স পার্সন হিসাবে ওরিয়েন্টেশন পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা ইন্সট্রাক্টর মফিজুর রহমান। ওরিয়েন্টেশনে এসএমসি ও অভিভাবকদের দায়-দায়িত্ব, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব, শিক্ষক, কমিউনিটির দায়িত্ব কর্তব্য সহ শিক্ষানীতি ও পিইডিপি-৩ বিষয়ে আলোচনায় স্থান পায়। আমঝুপি ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক সহ এসএমসি কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুল মাবুদ।