প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় দোকান মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর বাজারে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে রঘুনাথপুর বাজারে সাইফুল স্টোরে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, খাদ্যদ্রব্যসহ মানসম্পন্ন নয়, এমন খাদ্যসামগ্রী উদ্ধার করে সেখানে ধ্বংস করা হয়। এসময় রঘুনাথপুর গ্রামের মোনাজাত আলী ছেলে সাইফুলের নিকট থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপর দিকে, আমঝুপি বাজারের মিণ্টু ফল ভাণ্ডারে অভিযান চালিয়ে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
