মেহেরপুর অফিস:
মেহেরপুরে পানিতে ডুবে কালু (৬) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের শেখপাড়ার নিকটবর্তী ভৈরব নদে ডুবে তার মৃত্যু হয়। মৃত কালু শহরের খাঁ-পাড়ার মজিদের ছেলে। শিশুটি মানসিক ভারসাম্যহীন ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, কালু তাঁর মায়ের সঙ্গে পার্শ্ববর্তী শেখপাড়ায় একটি মৃত ব্যক্তিকে দেখতে যান। এ সময় তাঁর মায়ের কাছ থেকে সরে ভৈরব নদে পাড়ে খেলা করছিল সে। এর মধ্যে কোনো এক সময় সে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।