মেহেরপুর অফিস:
মেহেরপুরে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকার কারণে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করাসহ ৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সরকার ঘোষিত লকডাউন চলাকালে মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়ি আটক ও গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জানা গেছে, রোববার সকাল থেকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় মেহেরপুর ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় চালকের হেলমেট না থাকাসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকার কারণে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একইসঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন না থাকার কারণে ১৬টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আটক করা হয় ৩টি গাড়ি। মেহেরপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জাহাঙ্গীর কবীর জানান, চালকের হেলমেট না থাকাসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকার কারণে মামলা দায়ের করা এবং মোটরসাইকেল আটক করা হয়েছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।