মেহেরপুর অফিস:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ববাবধানে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিদেশ প্রত্যাশীরা যাতে কোনোভাবেই দালালের খপ্পরে না পড়ে, সেই লক্ষে কাজ করছে সরকার। দালাল থেকে বাঁচতে সবাইকে সরকারি অফিসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি। গতকাল রোববার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। মুখ্য আলোচক ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধান অতিথি আরও বলেন, করোনা পরবর্তীকালে বিশে^র প্রতিটি কোম্পানি খুলে যাবে। সেক্ষেত্রে তাদের দক্ষজনবল প্রয়োজন হবে। আগাম প্রস্তুতি হিসেবে দেশে দক্ষ জনবল তৈর করা হচ্ছে। জেলায় জেলায় খোলা হবে প্রবাসী কল্যাণ ব্যাংক আর উপজেলা পর্যায়ে খোলা হবে টিটিসি সেন্টার। মুখ্য আলোচক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, প্রবাসীদের মাধ্যমে সবচাইতে বেশি রেমিট্যান্স আয় করে সরকার। এ মাসেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে এ ক্ষাত থেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুনছুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পুলিশ সুপার এস এম মুরাদ আলী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমসহ জেলার রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুমের মাধ্যমে কনফারেন্সে অংশ নেয়।
হোম আজকের পত্রিকা শেষের পাতা মেহেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত