প্রতিবেদক, গাংনী:
বীর মুক্তিযোদ্ধা রমজান আলী শেখের বাড়ি ভাঙ্চুরের প্রতিবাদে মেহেরপুরে মানবন্ধন কর্মসূচি পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা রমজান আলীর স্ত্রী হালেচা খাতুন, পরিবারের পক্ষ থেকে সুলতান হোসেন, শহিদুল হোসেন সহ মুক্তিযোদ্ধা, পরিবারের সদস্য ও এলাকাবাসী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।