চুয়াডাঙ্গা শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ১৮, ২০২০ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর অফিস:
পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরে শ্রী শ্রী হরি ভক্তি প্রদায়িনী পূজা মন্দিরে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা জুয়েলারি যুব সংঘের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হলো। গতকাল সকাল থেকেই শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী মন্দিরে ভক্তদের ভিড় শুরু হয় এবং দুপুরের দিক থেকে অঞ্জলি প্রদান ও পূজা অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ব্যবসায় উন্নয়নের লক্ষে হিন্দু সম্প্রদায়ের যুবকরা প্রতিবছরই মেহেরপুরে বিশ্বকর্মা পূজার আয়োজন করে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।