মেহেরপুর অফিস:
মেহেরপুরের আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর কোর্ট প্রাঙ্গণে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া এ সমস্ত মাদকদ্রব্য আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার পর এদিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান উপস্থিত থেকে এসব মাদকদ্রব্য ধ্বংস করেন। এ সময় কোর্ট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সেখানে উপস্থিত ছিলেন। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে প্রায় ১০ কেজি গাঁজা, ৫ বোতল মদ, ৬৪ পিস ইয়াবা, ১৯০ গ্রাম হেরোইন এবং ৩৪৫ বোতল ফেনসিডিল ছিল।