মিজানুর রহমান জনি, মেহেরপুর:
বিদ্যুতের শর্ট সার্কিটে গত জুলাই মাসের ২০ তারিখ মঙ্গলবার রাত সাড়ে আটটায় মেহেরপুর বড় বাজারে অবস্থিত আজিম মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেসময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এই আগুন নিয়ন্ত্রণে নেয়। এ আগুনের ঘটনার পর ওই ফার্মেসি মালিক এখনো সব হারিয়ে নিস্ব হয়ে গেছেন।
ক্ষতিগ্রস্থ ওষুধের দোকানের মালিক আজিম উদ্দিন জানান, ‘পবিত্র ঈদুল আজহার আগের দিন দোকানে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লাগে। এই আগুনে আমার ফার্মেসিতে থাকা নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। আমি পথে বসে গেছি।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।