প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত ও সবিতা সরকার অন্যত্র বদলি হাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী দুই সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পালসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।