মেহেরপুরে বস্তাভর্তি টাকাসহ এক ব্যক্তি আটক

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরে ১৮ লাখ টাকাসহ মো. ইমাত উল্লাহ (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি-৬। গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝাঁ কবরস্থান নামক এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। ইমাত উল্লাহ মেহেরপুরের রিরামপুর গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানায়, গতকাল দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৬ এর ঝাঁঝাঁ বিওপির কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদের নেতৃত্বে একটি টহল দল মেহেরপুর সদর থানার সীমান্তবর্তী ঝাঁঝাঁ কবরস্থান এলাকায় অভিযানে যায়। এসময় একজন প্লাস্টিকের বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছিল। তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। এসময় বস্তাসহ তাকে আটক করা হয়। পরে বস্তা তল্লাশি করে ১৮ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। টাকাসহ মেহেরপুর সদর থানায় তাকে হস্তান্তর করা ও তার বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।