মেহেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
- আপলোড টাইম : ০৯:৩১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৭৫ বার পড়া হয়েছে
বুড়িপোতা ইউনিয়ন একাদশ ফাইনালে
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে বুড়িপোতা ইউনিয়ন শেষ পর্যন্ত ৪-১ গোলে পিরোজপুর ইউনিয়নকে পরাজিত করে। গতকাল রবিবার বিকালে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ১১ মিনিটের মাথায় সোহেলের দেওয়া গোলে এগিয়ে যায় পিরোজপুর। ১ গোল হজম করে বুড়িপোতা বিরতিতে যাবার আগ মুহুর্তে আসিফ গোল করে খেলায় সমতা আনে। এরপর বিরতি শেষে বুড়িপোতা ইউনিয়ন আক্রমনের মাত্রা আরো বাড়িয়ে দেয় এবং পিরোজপুরের ডিফেন্স ভেঙ্গে তছনছ করে ফেলে।
দ্বিতীয়ার্ধে নাসিম গোল করে দলকে লীড এনে দেয়। এর ৩ মিনিট পর হাবিব গোল করে গোলের ব্যবধান ৩-১ এবং খেলা শেষ হওয়ার ৭মিনিট পূর্বে হাবিব আবারো ব্যবধান বাড়ান। শেষ ৫ মিনিটে হাবিব হ্যাট্রিক করার একাধিক সুযোগ লাভ করলেও হ্যাট্রিক থেকে বঞ্চিত হন। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয়লাভ করে মাঠ ছাড়ে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আগের দিনের বিজয়ী আমদহ ইউনিয়ন এবং বুড়িপোতার মধ্যে ফাইনালে যেতে লটারির ব্যবস্থা করা হয়। শেষে লটারীতেও বুড়িপোতা ইউনিয়ন জয়লাভ করে সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যায়। খেলাটি পরিচালন করে ফারহা হোসেন লিটন। তাকে সহযোগিতা করে কামাল হোসেন মিন্টু ও আ. কুদ্দুস, ৪র্থ রেফারী ছিলো একে আজাদ টিটো, এবং ম্যাচ রেফারী মাসুদুল হাসান।
খেলাটি উপভোগ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শাহ্জামান, আনারুল ইসলাম, জেলা ক্রিকেট কোচ হাসানুজামান হিলোন, ইউপি সচিব সানোয়ার হোসেন, আজিম উদ্দীন, সদস্য ফারুকউদ্দীন, ওহিদুল ইসলাম ডাবলুসহ বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন। বুড়িপোতার হয়ে যারা খেলে তারা হলো- গোলরক্ষক শামিম, আশিক, শরিফ, ইমন, মোহানুর, হাবিবুর, ইমরান, আসিব, হাসান, নাসিম, ও আশিক, পিরোজপুরের গোলরক্ষক সাব্বির, খালিদুর, রাজিব, সবুর, রানা, রুমন, রবিউল, সোহেল, আব্দুল্লাহ, মুস্তাফিজুর ও সাগর ।