ইপেপার । আজ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
  • / ৩১৩ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার যাদবপুর ব্রীজের ওপর থেকে চিহিৃত মাদকব্যবসায়ী মাসুম (৩০) এবং আমিরুল ইসলাম নামের দুইজনকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ডিবির এসআই মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের কেফায়েত হোসেনের ছেলে মাসুম হোসেন এবং হায়াত আলীর ছেলে আমিরুল ইসলাম। ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে ডিবির একটি টিম যাদবপুর ব্রীজের কাছে অভিযান চালায়। এসময় ১০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ীতে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ী আটক

আপলোড টাইম : ১০:১৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার যাদবপুর ব্রীজের ওপর থেকে চিহিৃত মাদকব্যবসায়ী মাসুম (৩০) এবং আমিরুল ইসলাম নামের দুইজনকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ডিবির এসআই মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের কেফায়েত হোসেনের ছেলে মাসুম হোসেন এবং হায়াত আলীর ছেলে আমিরুল ইসলাম। ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে ডিবির একটি টিম যাদবপুর ব্রীজের কাছে অভিযান চালায়। এসময় ১০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ীতে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।