মেহেরপুর অফিস:
মেহেরপুরে ২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে শহরের কোর্ট মোড় এলাকা থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এসআই হারুন শেখ ও এএসআই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটককৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের মিকাইলের ছেলে বজলু (৩২), তাঁর স্ত্রী মুক্তি (২৬) ও একই গ্রামের আদম আলীর ছেলে আজিম (৩৩)। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ৩।