প্রতিবেদক, আমঝুপি:
ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে পিকেএসএফ-এর অর্থায়নে গ্রীষ্মকালীন পেঁয়াজ (বারি-৫ পেঁয়াজ) উৎপাদনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামের মাঠে পেঁয়াজের ওপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বক্তব্য দেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডক্টর মিয়ার উদ্দিন, এপিও হামিদুর রহমান, পিকেএসএফ সিনিয়র মহাব্যবস্থাপক ড. আকুন্দ মো. রফিকুল ইসলাম, ওয়েব ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়া হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পার্থ প্রতিম সাহা, মনিরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার ফেরদৌস হোসাইন। এর আগে অতিথিবৃন্দ পিঁয়াজের জমি পরিদর্শন করেন।
