
মেহেরপুর অফিস: পবিত্র ঈদ-উল আযহা যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই প্রস্তুতি সভার আয়োজন করা হয় । প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ । সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খায়রুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী, মেহেরপুর গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানুল্লাহ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার হালদার, সহকারী কমিশনার আমীনুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, ডা. রোমেনা খাতুন, প্যানেল মেয়র সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী প্রমুখ।