ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মেহেরপুরে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ১০:০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৫ বার পড়া হয়েছে

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকাশ কুমার কুন্ডর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ।
মেহেরপুর জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগ অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিআরটিএ’র ইন্সপেক্টর মো. জিয়াউল হক, পুলিশ পরিদর্শক মো. বজলুর রহমান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল হক, সহকারী প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলী, সিনিয়র শিক্ষক মো. হাসান ফেরদৌস, মেহেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. আশিক রাব্বি। বিআরটিএ অফিস সহায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে চলাচলের পদ নিরাপদ করতে নিজেদের আগে সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন। জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা বাড়াতে হবে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এছাড়া সড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি তারা এর সম্ভাব্য বিভিন্ন সমাধানের বিষয়ে আলোকপাত করেন। জেলার বিভিন্ন স্থানে যানজট ও এর কারণ এবং নিরসন নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা

আপলোড টাইম : ১০:০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকাশ কুমার কুন্ডর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ।
মেহেরপুর জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগ অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিআরটিএ’র ইন্সপেক্টর মো. জিয়াউল হক, পুলিশ পরিদর্শক মো. বজলুর রহমান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল হক, সহকারী প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলী, সিনিয়র শিক্ষক মো. হাসান ফেরদৌস, মেহেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. আশিক রাব্বি। বিআরটিএ অফিস সহায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে চলাচলের পদ নিরাপদ করতে নিজেদের আগে সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন। জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা বাড়াতে হবে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এছাড়া সড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি তারা এর সম্ভাব্য বিভিন্ন সমাধানের বিষয়ে আলোকপাত করেন। জেলার বিভিন্ন স্থানে যানজট ও এর কারণ এবং নিরসন নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।