মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ মিনা খাতুন ও বিপ্লব হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে এ দুজনকে আটক করা হয়। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই রফিক, এসআই হারুন, ওবায়দুর রহমানসহ সদর থানা পুলিশের একটি টিম সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওঁৎ পেতে থাকেন। এ সময় দুই ব্যক্তিকে আটক করার পর তাঁদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মিনা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার খারারা গ্রামের লিটন পারমানিকের স্ত্রী এবং বিপ্লব হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলা বেদবেড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।