মেহেরপুরে নানার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণচেষ্টায় অভিযোগ

মেহেরপুর অফিস:
মেহেরপুরের শেখপাড়ায় আফরোজ শেখ ওরফে আফু (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। তাঁরা সম্পর্কে দুঃসম্পর্কের নানা-নাতনী বলে জানা গেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর শেখপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এ দিন বুধবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। ওই স্কুলছাত্রীর মামা জানান, ‘আফরোজ শেখ ওরফে আফুর মেয়ে আমার ভাগ্নির বান্ধবী। এই সুবাদে সে গতকাল বুধবার সকালে আফুর বাড়িতে যায়। এই সুযোগে আমার ভাগ্নিকে আফু ধর্ষণের চেষ্টা করে। পরে আমার ভাগ্নি সেখান থেকে পালিয়ে আসে।’ মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান জানান, ‘আমরা এরকম একটি অভিযোগ পেয়েছি। মামলাটি রেকর্ড করার প্রক্রিয়া চলছে। সেই সাথে আসামিকে দ্রুত আটক করার চেষ্টা চলছে।’