ইপেপার । আজ শনিবার, ০২ নভেম্বর ২০২৪

শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

মেহেরপুরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ১০:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৮ বার পড়া হয়েছে

স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে মেহেরপুরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ, গাংনী উপজেলার সভাপতি মাসুদুর রশিদ ও মুজিবনগর উপজেলার সভাপতি বরকত উল্লাহ।

বক্তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেছেন। এতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।’ বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে আমরা নন-এমপিও প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। তবে আমাদের ন্যায্য দাবি মেনে না নিয়ে আমাদের ওপর পিপার স্প্রে, জলকামান, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপের মতো অমানবিক নির্যাতন করা হয়েছে।’

তারা আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা, আপনি স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করে আমাদের কষ্ট লাঘবের ব্যবস্থা করবেন। এতে শিক্ষকদের চিন্তামুক্ত হয়ে শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদ ও উদ্যোক্তা তৈরিতে কাজ করার সুযোগ তৈরি হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ মেহেরপুর জেলা শাখার সহসভাপতি মাসুদুর রহমান, উপদেষ্টা ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মুজিবনগর উপজেলার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

মেহেরপুরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে

আপলোড টাইম : ১০:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে মেহেরপুরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ, গাংনী উপজেলার সভাপতি মাসুদুর রশিদ ও মুজিবনগর উপজেলার সভাপতি বরকত উল্লাহ।

বক্তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেছেন। এতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।’ বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে আমরা নন-এমপিও প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। তবে আমাদের ন্যায্য দাবি মেনে না নিয়ে আমাদের ওপর পিপার স্প্রে, জলকামান, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপের মতো অমানবিক নির্যাতন করা হয়েছে।’

তারা আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা, আপনি স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করে আমাদের কষ্ট লাঘবের ব্যবস্থা করবেন। এতে শিক্ষকদের চিন্তামুক্ত হয়ে শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদ ও উদ্যোক্তা তৈরিতে কাজ করার সুযোগ তৈরি হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ মেহেরপুর জেলা শাখার সহসভাপতি মাসুদুর রহমান, উপদেষ্টা ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মুজিবনগর উপজেলার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম প্রমুখ।