
মেহেরপুর অফিস: পুরাতন হাসপাতাল নিয়ে মেহেরপুর পৌর মেয়র মেতাছিম বিল্লাহ মতুর করা মামলার রিট নিয়ে ‘মেহেরপুর পৌর মেয়র মতুর দায়ের করা রিট মামলা নটপ্লেচ / রিজেষ্টেড ঘোষনা’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় ক্ষুদ্ধ হয়ে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন পৌর কাউন্সিলররা। গতকাল সোমবার দপুরে মেহেরপুর পৌরসভা চত্বরে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান পৌর কাউন্সিলররা। এসময় পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম, ২নং ওয়য়ার্ড কাউন্সিলর আল মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মেহেরপুর পৌর মেয়র মেতাছিম বিল্লাহ মতু বলেন, আদালত বলেছে পারমিশন টু মুভ এ্যানি আদার কোর্ট। কিন্তু দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত সংবাদে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে জনমনে। আর মাথাভাঙ্গা পত্রিকার সংবাদে যে আদালতের কথা বলা হয়েছে সেই আদালতে ওই পত্রিকার সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে মামলা করার প্রস্তুতি নিচ্ছি ।