সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনীতে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী মেসার্স সবুজ মেডিসিন কর্নার ও মেসার্স বজলু স্টোরে এ জরিমানা করা হয়। মেহেরপুর ভোক্তা অধিদপ্তর-এর সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মেসার্স সবুজ মেডিসিন কর্নারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে এমন সংবাদে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২০০৯ সালের ৫১ ধারায় ৩০ হাজার টাকা এবং মেসার্স বজলু স্টোরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় একই ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং র্যাব-১২ একটি টিম।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।