সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা যায়, এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতি নির্ধারিত মূল্য ১ হাজার ৪৯৮ টাকা। সরকারি মূল্যের বাইরে গিয়ে অতিরিক্ত ২৭৫ টাকা মূল্যে বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা, লাইসেন্স বহির্ভূতভাবে আবাসিক এলাকায় অননুমোদিত গোডাউনে মজুদ করেছেন হাজারের অধিক গ্যাস সিলিন্ডার। এসব অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিক মো. সাজ্জাদ হোসেন সবুজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে মেসার্স জাকির অ্যান্ড ব্রাদার্সের মালিক আমিনুল ইসলামকে গ্যাস ও অন্যান্য পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশের একটি টিম।