মাসুদ রানা: মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবারপর হঠাৎ বেঁচে উঠে আবারও মারা গেলেন হোসেন আলী নামের এক ব্যক্তি। সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। মৃত হোসেন আলী একই গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার সকালে হোসেন মারা যাবার খবর পেয়ে তার আত্মীয়স্বজনেরা তাকে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় লাশের গোসল করানো সময় তিনি হঠাৎ করে উঠে বসেন। পরে স্থানীরা তাকে মেহেরপুর জেনালের হাসপাতালের ভর্তি করলে কিছুক্ষণপর আবার মারা যান।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।