মেহেরপুর অফিস: মেহেরপুর আন্তঃজেলা ডাকাত সর্দ্দার লিটন হোসেনকে (২৩) ওয়ান শুট্যারগান ও গুলিসহ আটক করেছে পুলিশ। রোববার দিনগত মধ্যরাতে সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে সদর থানা পুলিশ এ অভিযান চালায়। লিটন হোসেন পিরোজপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। তার নামে সদর ও গাংনী থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, লিটন ও তার বাহিনীর সদস্যরা পিরোজপুর গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় কয়েকজন পলিয়ে গেলেও লিটনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ান শুট্যারগান ও ১ রাউন্ড গুলি। অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। লিটনকে এলাকার চিহ্নিত ডাকাত সর্দ্দার উল্লেখ করে ওসি আরো বলেন, ৫টি মামলা থাকলেও তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। এলাকার মানুষ লিটনের ভয়ে আতঙ্কিত ছিল।