মেহেরপুরে টিএইচএফ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুর অফিস:
‘এসো একে অপরের হাত ধরে এগিয়ে যায় আগামীর পথে’ এ স্লোগানে মেহেরপুরে টিএইচএফ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির অফিস কার্যালয়ে টিএইচএফ-এর সভাপতি তানজিমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আনোয়ারুল হাসান। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএইচএফ-এর প্রধান উপদেষ্টা সাইদুর রহমান, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম, সাংবাদিক আতাউর রহমান, সাংস্কৃতিক কর্মী আশাবুল হক, আব্দুর রাজ্জাক, শাহীন খান প্রমুখ। টিএইচএফ-এর উপদেষ্টা শামীম হাসান খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএইচএফ-এর সদস্য রিপন, হামিম, খুশি, বাবু প্রমুখ। আলোচনা সভায় আগামী ২০ অক্টোবর টিএইচএফ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন নাটক ‘মুক্তি’ মঞ্চায়নসহ সাংস্কৃতিক অনুষ্ঠান করার বিষয়ে আলোচনা করা হয়।