সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে বিকাশে প্রতারণা ও ভুলক্রমে চলে যাওয়া ৫ জনের ৪৩ হাজার টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে মেহেরপৃুর জেলা পুলিশ। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম মালিকদের হাতে এসব হারানো টাকা ও মোবাইল ফোন তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকাশে ভুলক্রমে টাকা চলে যাওয়ায় ও মোবাইল ফোন হারানোর ফলে ভিকটিমরা বিভিন্ন থানায় জিডি করেন। মেহেরপুর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ৫ জনের নগদ ৪৩ হাজার টাকা ও ১৪টি মোবাইল ফোন উদ্ধার করেন।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।