
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা তামাক নিয়ন্ত্রণ টাক্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানউল্লাহ, সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, এইড-এর প্রোগ্রাম অফিসার তৌহিদ-উদ-দৌলা প্রমুখ ।