মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওঃ কাজী রুহুল আমিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত রাত ১টার দিকে তার খন্দকার পাড়ার বাড়ী থেকে তাকে আটক করে সাহেবপুর ক্যাম্পের পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মেহেদি হাসান জানান, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওঃ কাজী রুহুল আমিনকে তার খন্দকার পাড়ার বাড়ীতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সাহেবপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা। এ সময় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। ২০১৩ সালের নাশকতা মামলার ওয়ারেন্টেভূক্ত আসামী ছিলেন তিনি। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে করে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।