শিরোনাম:
মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস পালন
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ০৯:১৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ১৩ বার পড়া হয়েছে
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভা চত্বর থেকে ব্যানার ফেস্টুন নিয়ে এই র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম হোসেন প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় সমাজ উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা জি. এম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ খান, সহকারী প্রকৌশলী আবু হেনা, মোস্তফা কালাম, হিসাবরক্ষক কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প অফিসার গুলশান আরা মেরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগ :