সমীকরণ প্রতিবেদক: জাতীয় শোক দিবস-২০২২ ও জাতির পিতার শাহাদাতবার্ষিকী পালনে কর্মসূচি বাস্তবায়ন উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পতাকা উত্তোলন উপ-কমিটির সদস্য সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউর রহমান প্রমুখ।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।