মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

মেহেরপুর অফিস:
২৬ সেপ্টেম্বর ২০২০ থেকে পক্ষকালব্যাপি মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে বারোটার দিকে মেহেরপুর সিভিল সার্জন অফিস কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. নাসির উদ্দীনের সভাপতিত্বে অবহিতকরণ সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, আগামী ৪ নভেম্বর থেকে মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। এ বছর মেহেরপুর জেলার ৩ উপজেলায় মোট ৬৮৫৭৬ জন শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সদরে ৬ থেকে ১১ মাসের ২২৫৫টি শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাসের ১৭৫৪০ টি শিশুকে, মুজিবনগরে ৬ থেকে ১১ মাসের ১১১৩টি শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাসের ৮৬৩১টি শিশুকে, গাংনীতে ৬ থেকে ১১ মাসের ৩৮৪১টি শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাসের ৩০২৬২ টি শিশুকে ও পৌরসভায় ৬ থেকে ১১ মাসের ৭৯৪ টি শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাসের ৪১৪০ টি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো।